বিনোদন ডেস্ক : ‘মুন্না ভাই’খ্যাত বলিউডের জনপ্রিয় অভিনেতা সঞ্জয় দত্তের বায়োপিক নির্মাণ করছেন নির্মাতা রাজকুমার হিরানি। ‘দত্ত’ শিরোনামের এ সিনেমায় সঞ্জয়ের ভূমিকায় অভিনয় করছেন রণবীর কাপুর।
এ চরিত্রের জন্য নিজেকে প্রস্তুত করতে ২৫০ ঘণ্টা সঞ্জয়ের বিভিন্ন ভিডিও দেখেছেন রণবীর। এই ভিডিওগুলোতে সঞ্জয় দত্তের সিনেমা, টিভি শো ও জনসম্মুখে তার উপস্থিতির ফুটেজ রয়েছে। একটি সূত্রের বরাত দিয়ে প্রকাশিত প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ভারতীয় একটি সংবাদমাধ্যম।
এ প্রসঙ্গে একটি সূত্র সংবাদমাধ্যমে বলেন, ‘রণবীর সঞ্জু বাবার হাঁটার ধরণটা ঠিকঠাক করতে চেয়েছিলেন। দত্তের হাবভাবেই তার আত্মবিশ্বাস ফুটে ওঠে। তিনি অনেক শক্তিশালী ব্যক্তি হলেও তার মনটা অনেক নরম। তাই সঞ্জয়ের আচার আচরণ সহ শারীরিক দিক নিয়েও কাজ করছেন রণবীর।’
রণবীর কাপুর ছাড়াও এ সিনেমায় আনুশকা শর্মা, সোনম কাপুর, মনীষা কৈরালা ও অনুপম খেরকে দেখা যাবে বলে জানা গেছে। আগামী ডিসেম্বরে ক্রিসমাস উপলক্ষে সিনেমাটি মুক্তির কথা রয়েছে।