সন্তান হিসেবে গর্বের সঙ্গে বলতে পারি

নিজস্ব প্রতিবেদক : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন বলেছেন, সন্তান হিসেবে গর্বের সঙ্গে বলতে পারি, মহানগরীর একজন মানুষও বলতে পারবেন না যে, বাবার দ্বারা তার ক্ষতি হয়েছে।

সোমবার দুপুরে রাজধানীর আজিমপুর কবরস্তানের সামনে ঢাকা কনভেনশন সেন্টারে মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভা, মিলাদ ও দোয়ার অনুষ্ঠানে তিনি একথা বলেন।

অবিভক্ত ঢাকা মহানগর আওয়ামী লীগের প্রাক্তন সভাপতি ও ঢাকা সিটি করপোরেশনের প্রাক্তন মেয়র মোহাম্মদ হানিফের মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

বাবার রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করে সাঈদ খোকন বলেন, বাবার সঙ্গে অত্যন্ত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। একমাত্র পুত্রসন্তান ছিলাম আমি। তাই বাবা কখনো চাননি আমি রাজনীতিতে সক্রিয় থাকি।

সাঈদ খোকন বলেন, ২০০১ সালে আমি প্রথম নির্বাচন করি। সেই নির্বাচনে ঢাকা শহরের বিজয় তথা আওয়ামী লীগের বিজয় ছিনিয়ে নেওয়া হয়েছিল। পরাজয়ের পর বাবা আমাকে বুকে জড়িয়ে বুকফাটা কান্না করেছিলেন। আজো সেই কান্না মনে পড়ে। তিনি সেটাকে সহজভাবে নিতে পারেননি। আজকে ঢাকা শহরে নির্বাচিত মেয়র হয়েছি। আমার জীবনে রাজনৈতিক সফলতা এসেছে। কিন্তু আমার শূন্যতা রয়েছে। যদি এ সময় আমার বাবা থাকতেন, হয়তো আমার হৃদয় পরিপূর্ণ হতো। হয়তো এই শূণ্যতা নিয়েই আমাকে বাঁচতে হবে।

তিনি বলেন, বাবা-মা হারানোর শূন্যতা কখনো পূরণ হওয়ার নয়। কিন্তু যখন ঢাকা মহানগর আওয়ামী লীগ ও বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদের দেখি তখন এই শূন্যতা কেটে যায়।

সাঈদ খোকন আরও বলেন, ২০০২ সালে বিনা কারণে গ্রেপ্তর হয়েছিলাম। আমি তখন সংসদ সদস্য ছিলাম না। সরকারি কোনো কাজেও দায়িত্বপ্রাপ্ত ছিলাম না। তারপরও মিথ্যা মামলা দিয়ে আমাকে গ্রেপ্তার করা হয়েছিল। আমি মাসের পর মাস অন্ধকার কারাগারে ছিলাম। বাবা বাইরে ছিলেন। তিনি অনেক কষ্ট পেয়েছেন। যখন কারাগার থেকে বেরিয়ে আসি, বাবা জড়িয়ে ধরে বললেন, আমি তোকে সবসময় বলেছি, রাজনীতি থেকে দূরে থাকিস। আজকে আমি বলছি, তুই রাজনীতি করবি। যতদিন এই সরকারের পতন না হয় তোর যেভাবে মন চায় আন্দোলন-সংগ্রামে ঝাঁপিয়ে পড়বি। আমি তোকে পারমিশন দিলাম। বাবার কথাটা এখনো কানে বাজে।

বাবাই আমাকে উৎসাহিত করেছিলেন বিএনপি-জামায়াত জোট সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে উল্লেখ করে সাঈদ খোকন বলেন, নিজেকে কীভাবে উৎসর্গ করতে হয়, বাবার কাছ থেকে শিখেছি। ঢাকা মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীদের তিনি স্নেহ ও ভালবাসা দিয়েছেন। অনেককে রাজনীতি শিখিয়ে গেছেন।

তার ছেলে হিসেবে একটি জিনিস আমি গর্বের সঙ্গে বলতে পারি, আমার বাবা হয়তো অনেকেরই উপকার করতে পারেননি। কিন্তু কোনোদিন দেখিনি বাবা কোনো একজন মানুষের ক্ষতি করেছেন। এই শহরে লাখ লাখ মানুষ আছে, তাদের একজনও বলতে পারবে না, মেয়র মোহাম্মদ হানিফের দ্বারা তার ক্ষতি হয়েছে। একজন রাজনীতিবিদের জন্য এটা বড় ধরনের অনুকরণীয় দৃষ্টান্ত।

সাঈদ খোকন বলেন, বাবা দেশের মানুষের জন্য, দলের জন্য জীবনকে উৎসর্গ করেছেন। আমিও তার সন্তান হিসেবে আপনাদের জন্য নিজেকে উৎসর্গ করব।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাতের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, সহ-সভাপতি হুমায়ুন করিব, যুগ্ম সাধারণ সম্পাদক কামাল চৌধুরী প্রমুখ।

সভা পরিচালনা করেন ঢাকা মহানগর দক্ষিণের নেতা আখতার হোসেন।