সন্ত্রাসবাকে মোকাবিলা করতে হবে

নিজস্ব প্রতিবেদক : বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সাম্রাজ্যবাদ, পুঁজিবাদ ও সন্ত্রাসবাকে মোকাবিলা করতে হবে। তা না হলে তার স্বপ্ন কখনই বাস্তবায়ন করা সম্ভব হবে না।

শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) জাতীয় সম্মেলনে প্রথম অধিবেশনে তিনি এ কথা বলেন।

রাশেদ খান মেনন বলেন, ‘বঙ্গবন্ধু একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলার স্বপ্ন দেখেছিলেন। কিন্তু দেশের রাজনৈতিক পট পরিবর্তনের কারণে আমরা সেই স্বপ্ন থেকে সয়ে গিয়েছিলাম। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর আমরা সেই স্বপ্ন আবার বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছিলাম। কিন্তু সম্রাজ্যবাদী ও পুঁজিবাদী মহল দেশে সাম্প্রদায়িক সহিংসতা সৃষ্টি করে সেই স্বপ্ন পূরণে বাঁধা সৃষ্টি করছে। তাই এদের বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে।’

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মোজাহিদুল ইসলাম সেলিম বলেন, ‘বাম রাজনৈতিক সংগঠনগুলো দেশের গণতন্ত্র রক্ষা ও সাম্প্রদায়িকতা দূর করতে কাজ করছে। কিন্তু বর্তমান আওয়ামী লীগ সরকার তা ঠিকভাবে করছে না। এ জন্য সিপিবি ১৪ দলের সঙ্গেও নেই।’

তিনি বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে যে আওয়ামী লীগ ছিল সেটা লেফট অব সেন্টারে ছিল। কিন্তু বর্তমানে শেখ হাসিনার নেতৃত্বে যে আওয়ামী লীগ রয়েছ সেটা রাইট অব সেন্টারে রয়েছে। বঙ্গবন্ধুর সময় আওয়ামী লীগ ছিল খেটে খাওয়া আর মধ্যবিত্ত মানুষের দল। বর্তমানে এটা লুটেরাদের দল।

বিকল্প শক্তি গড়ে তোলার ইঙ্গিত দিয়ে তিনি বলেন, ‘সম্প্রতি সরকারের বিরুদ্ধে বিভিন্ন ধরণের অভিযোগ আসছে। তাই আমাদেরকে এর বিরুদ্ধে প্রতিবাদী হয়ে আন্দোলন করতে হবে। কিন্তু কারা এর নেতৃত্ব দেবে? অবশ্যই বাম শক্তি! কারণ, বিএনপি সরকারি বা বিরোধী দল হিসেবে ব্যর্থ একটি দল। অন্যদিকে তারা যুদ্ধাপরাধীদের দল জামায়াতে ইসলামীকে নিয়ে জাতীয় ঐক্যের কথা বলে। তারা সরকারের বিরুদ্ধে কি আন্দোলন গড়ে তুলবে? এ জন্য বাম শক্তির সমন্বয়ে একটি বিকল্প শক্তি তৈরি করা দরকার।’

দেশে সাম্প্রদায়িকতা, সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ বন্ধ হয়নি উল্লেখ করে তিনি আরো বলেন, ‘ব্রাহ্মণবাড়িয়ায় হিন্দু গ্রামে হামলা ও দেশের বিভন্ন গ্রামে এখনও হিন্দু ঘর বাড়ি পুড়িয়ে দেওয়া হচ্ছে। আদিবাসীদের জমি থেকে উচ্ছেদ করা হচ্ছে। বলতে গেলে সাম্প্রদায়িক হামলার ঘটনা দিন বাড়ছেই।’

এর আগে সকালে জাতীয় সম্মেলনের উদ্বোধন করেন ন্যাপের (ন্যাপ) সভাপতি ও মুক্তিযুদ্ধকালীন প্রবাসী সরকারের উপদেষ্টা অধ্যাপক মোজাফফর আহমদ। শারীরিকভাবে অসুস্থ থাকায় এক অডিও বার্তায় তিনি সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন। বার্তায় তিনি বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে অগ্রণী ভূমিকায় ছিল ন্যাপ। আজও এ সংগঠনটি একটি অসাম্প্রদায়িক সোনার বাংলা গতে তোলার স্বপ্ন দেখে।’

সম্মেলনের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন সংসদ সদস্য আমিনা আহমেদ। এসময় বক্তব্য রাখেন, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক ও প্রাক্তন মন্ত্রী দিলীপ বড়ুয়া, আন্তর্জাতিক অপরাধ ট্রইব্যুনালের চীফ প্রসিকিউটর গোলাম আরিফ টিপু।