লক্ষ্মীপুরে সফিউল্যাহ সাবু (৫৫) নামে এক প্রাক্তন ইউপি সদস্যকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে ডাকাত সদস্যরা।
রোববার ভোরে সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের আন্দার মানিক গ্রামে এ ঘটনা ঘটে।
সাবু তেওয়ারীগঞ্জ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের প্রাক্তন ইউপি সদস্য ও আন্দার মানিক গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে।
সাবুর ছেলে আলাউদ্দিন বলেন, ‘ভোরে দরজা ভেঙে একদল ডাকাত ঘরে প্রবেশ করে। স্বর্ণালঙ্কার ও টাকা লুট করার সময় বাধা দিতে গেলে ডাকাতরা আমার বাবাকে কুপিয়ে ও গুলি করে হত্যার পর পালিয়ে যায়।’
স্থানীয় ইউপি চেয়ারম্যান ওমর ফারুক ভুলু বলেন, ‘ভোরে প্রাক্তন ইউপি সদস্য সফিউল্যাহ সাবুর বাড়িতে ডাকাতি হয়। ডাকাতরা সাবুকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে বলে খবর পেয়েছি।’
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্যাহ আল মামুনের সঙ্গে যোগাযোগের জন্য তার মোবাইল ফোনে কল দেওয়া হলে তিনি ফোন ধরেননি।