
ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশ-নিউজিল্যান্ড ওয়ানডেতে সাকিবের উইকেট এখন ২০ ম্যাচে ৩৫টি। ১৭ ম্যাচে ৩৩ উইকেট নিয়েছিলেন প্রাক্তন কিউই পেসার মিলস। তৃতীয় সর্বোচ্চ ৩১ উইকেট প্রাক্তন কিউই অধিনায়ক ড্যানিয়েল ভেট্টোরির। ১১ ম্যাচে ২০ উইকেট নিয়ে ভেট্টোরির পরেই আছেন বাংলাদেশের রুবেল হোসেন।
সাকিব আল হাসানের বল উড়িয়ে মারতে গিয়ে স্কয়ার লেগে মাহমুদউল্লাহকে ক্যাচ দিলেন কোরি অ্যান্ডারসন। আর এতেই কাইল মিলসকে ছাড়িয়ে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যে ওয়ানডেতে সবচেয়ে বেশি উইকেটের মালিক হয়ে গেলেন সাকিব আল হাসান।
ডাবলিনে বুধবার ওয়ালটন ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাচে ২ উইকেট নেওয়ার পথে মিলসকে ছাড়িয়ে যান সাকিব। অ্যান্ডারসনের পর মিচেল স্যান্টনারের উইকেটও নেন বিশ্বসেরা অলরাউন্ডার।
বাংলাদেশ-নিউজিল্যান্ড ওয়ানডেতে সর্বোচ্চ উইকেটশিকারি পাঁচ বোলার
নাম/দল ম্যাচ উইকেট সেরা৪/৫
সাকিব আল হাসান (বাংলাদেশ)
২০
৩৫
৪/৩৩
৩/০
কাইল মিলস (নিউজিল্যান্ড)
১৭
৩৩
৪/১৪
২/০
ড্যানিয়েল ভেট্টোরি (নিউজিল্যান্ড)
২০
৩১
৫/৭
০/১
রুবেল হোসেন (বাংলাদেশ)
১১
২০
৬/২৬
১/১
জ্যাকব ওরাম (নিউজিল্যান্ড)
১২
১৯
৩/৩০
০/০