সব কারাগারে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইডের চিঠি

নিজস্ব প্রতিবেদক : পর্যাপ্ত নথিসহ জেল আপিল মামলার আবেদন পাঠানোর জন্য কারা কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে।

মঙ্গলবার সুপ্রিম কোর্টের লিগ্যাল এইড কমিটি ঢাকা কেন্দ্রীয় কারাগারসহ দেশের সব জেলা কারাগারে এ চিঠি পাঠায়।

চিঠিতে একটি পূর্ণাঙ্গ জেল আপিল আবেদন পাঠানোর ক্ষেত্রে অবশ্যই দণ্ডপ্রাপ্ত কয়েদির স্বাক্ষরিত আবেদনপত্র, বিজি প্রেসের ফরম এবং সংশ্লিষ্ট রায়ের কপি সংযুক্ত করার অনুরোধ করা হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, সুপ্রিম কোর্টের জেল আপিল শাখা থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে দেখা যায়, যথাযথভাবে জেল আপিল মামলার নথি প্রেরণ না করায় বহু মামলা অপ্রস্তুত অবস্থায় আছে। এর ফলে কারাগারে আটক কয়েদির জেল আপিল আবেদনটি জেল আপিল শাখার পক্ষে আদালতে উত্থাপন করা সম্ভব হচ্ছে না। ফলে জেল আপিলকারীর প্রত্যাশিত আইনি সহযোগিতা দীর্ঘসূত্রতার মধ্যে পড়ে।