বিনোদন ডেস্ক : ইতোমধ্যে নানা চরিত্রে পর্দায় হাজির হয়েছেন বলিউড অভিনেতা রণবীর কাপুর। এবার সমকামী চরিত্রে অভিনয় করতে চান এই অভিনেতা। ভারতীয় সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে।
সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে রণবীর কাপুরকে জিজ্ঞেস করা হয়েছিল সমকামী চরিত্রে অভিনয় করতে চান কি না? এমন প্রশ্নের উত্তরে রণবীর বলেছিলেন, ‘অবশ্যই। কিন্তু এখন এই পথ খোলা হয়ে গেছে। কারণ ফাওয়াদ দরজা খুলে দিয়েছেন। তাই এই রাস্তায় এখন হাঁটা সহজ। তবে সত্যি কথা বলতে- আগে এই চরিত্রে অভিনয় করতে বললে আমি করতাম না।’
সমকামী চরিত্রে সিনেমায় সেকেন্ড লিড করতেও আপত্তি নেই তার।
জাগ্গাজাসুস ও অ্যায় দিল হ্যায় মুশকিল সিনেমার কাজ শেষ করেছেন রণবীর কাপুর। আপাতত রণবীরের হাতে কোনো কাজ নেই। এরপর তাকে ড্রাগন সিনেমায় দেখা যাবে। সিনেমাটি পরিচালনা করছেন অয়ন মুখার্জি। এতে তার বিপরীতে দেখা যাবে আলিয়া ভাটকে। আগামী বছর সিনেমাটি মুক্তি পাবে।