
নিজস্ব প্রতিবেদক : সারা দেশে নারী-শিশু নির্যাতন-ধর্ষণ-হত্যা বন্ধ, সুলতানা কামালের হুমকিদাতাদের গ্রেপ্তার, কল্পনা চাকমা হত্যা এবং লংগদু হামলার বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম।
শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।
সংগঠনের সাধারণ সম্পাদক প্রকৌশলী শম্পা বসুর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, সমাজতান্ত্রিক মহিলা ফোরামের কেন্দ্রীয় উপদেষ্টা মণ্ডলীর সদস্য সামসুন্নাহার জ্যোৎস্না, সদস্য রুখসানা আফরোজ আশা, ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের ইংরেরি বিভাগের প্রভাষক শিপ্রা মণ্ডল, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের ঢাকা নগর শাখার সাধারণ সম্পাদক মুক্তা বাড়ৈ, সুস্মিতা মরিয়ম প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, কয়েকদিন আগে ঢাকার বাড্ডা এলাকায় আট বছরের এক শিশুকে ইফতারের কথা বলে ডেকে নিয়ে ধর্ষণ করে দুই দারোয়ান। হবিগঞ্জের সুখিয়া রবিদাসকে ধর্ষণের পর পিটিয়ে হত্যা করা হয়। ধর্ষিত হয়েছেন গারো, চাকমা, মারমা, ত্রিপুরা, সাঁওতাল, বাঙালি, হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান জাতিগত বা ধর্মীয় যে পার্থক্যই থাকুক তাদের একমাত্র পরিচয় তারা নারী। বয়সও কোনো বাধা হয়নি এক্ষেত্রে। ৩ থেকে ৬০ বছর বয়সি নারীকেও ধর্ষণ করা হয়। গাজীপুরে হজরত আলীর ১০ বছরের মেয়ে আয়েশাকে ধর্ষণ করা হয়। বিচার না পেয়ে মেয়েকে নিয়ে রেল লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন। তনু ধর্ষণ-হত্যার ১৪ মাস পেরিয়ে গেলেও কেউ গ্রেপ্তার হয়নি। সারা দেশে এমন অসংখ্য নারী নির্যাতনের ঘটনা ঘটে চলেছে। আর কত নারী নির্যাতিত হলে সরকার ও পুলিশ প্রশাসন বিচাকার্য শুরু করবে এমন প্রশ্ন তোলেন বক্তারা।
নারীনেত্রী সুলতানা কামালের কথা বিকৃত করে হেফাজতে ইসলাম সমাবেশ করে তাকে হুমকি দাতাদের গ্রেপ্তার এবং বিচার দাবি জানান বক্তারা। একই সঙ্গে ২১ বছর আগে খুন হওয়া কল্পনা চাকমার বিচার দাবি করেন তারা।