নিজস্ব প্রতিবেদক : প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার সময় ফেসবুক বন্ধ হচ্ছে না বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আসিফ-উজ-জামান।
তিনি বলেন, প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনী পরীক্ষার সময় ফেসবুক বন্ধ থাকবে বলে কিছু গণমাধ্যমে সংবাদ আসলেও বিষয়টি ছিল সম্পূর্ণ গুজব। তবে প্রশ্ন ছাপানো, বিতরণ বা যেসব জায়গা থেকে প্রশ্ন ফাঁস হওয়ার সম্ভাবনা থাকে সেগুলো চেক দেওয়ার চেষ্টা করা হবে।
প্রাথমিক সমাপনী পরীক্ষার সময় ফেসবুক বন্ধ রাখা হবে বলে যেসব গণমাধ্যমে খবর ছাপা হয়েছে, সেগুলোতে প্রতিবাদ পাঠানো হবে বলেও জানান তিনি।
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থা বিটিআরসির সচিব সারোয়ার আলম বলেন, প্রাথমিক সমাপনী পরীক্ষার কারণে ফেসবুকে বন্ধের কোনো নির্দেশনা আমরা পাইনি।বিষয়টি গুজব ছাড়া আর কিছুই নয়।
আগামী ২০ নভেম্বর থেকে ২৭ নভেম্বর পর্যন্ত চলবে প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা। এতে ৩৪ লাখ ৪৫ হাজার শিক্ষার্থী অংশ নেবে।