নিজস্ব প্রতিবেদক : আগামী দিনগুলোতে ছুটির দিনে সমাবেশ-শোভাযাত্রা করা যায় কি না, সে চিন্তাভাবনা চলছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
শুক্রবার রাজধানীর ধানমন্ডি-৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনের সামনে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
ওবায়দুল কাদের বলেন, ‘যানজটের কথা মাথায় রেখে সরকার বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে। মাঝখানে একটু সমস্যা হয়েছে, যে কারণে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যার সুস্পষ্ট নির্দেশনা যে রাস্তায় কোনো প্রোগ্রাম করা যাবে না।’
শীতবস্ত্র বিতরণের সময় সড়কে নেতাকর্মীদের জটলা নিয়ে বলেন, ‘আমি তাদের বলেছিলাম এই বস্ত্র বিতরণ আরও ভেতরে করতে। এটা নেত্রীর নির্দেশ। কিন্তু তারা এমনভাবে করেছে যে, এটা রাস্তার কাছাকাছি চলে এসেছে। তারপরও আমি পুলিশের লোকজনকে বলব, অনুষ্ঠানের যখন ব্যবস্থা হয়ে গেছে তখন আপনারা এমন ব্যবস্থা করুন যেন কোনোভাবে রাস্তা বন্ধ না হয়। রাস্তায় গাড়ি চলাচল অব্যাহত থাকবে এবং শীতবস্ত্র বিতরণ অব্যাহত থাকবে।’
সরকারের তৃতীয় বর্ষপূর্তিতে জাতির উদ্দেশে প্রধানমন্ত্রীর দেওয়া ভাষণে দেশবাসীর পাশাপাশি বিএনপির সমর্থকেরাও খুশি হয়েছেন উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির নেতারা, যারা নানান কর্মসূচি দিয়ে ঘরে বসে হিন্দি সিরিয়াল দেখেন, সেই নেতারা হতাশ। সংকটে আছে বিএনপি, দেশ সংকটে নেই।’
ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেক খানের উপস্থিতিতে রাসেল স্কয়ারের অনুষ্ঠানে প্রায় পাঁচ হাজার কম্বল বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী।