সমুদ্রের বুকে ছুটে চলা জাহাজগুলো কখনো কখনো তীরে ভিড়তে পারে না

সমুদ্রের বুকে ছুটে চলা জাহাজগুলো কখনো কখনো তীরে ভিড়তে পারে না। এদের ভাগ্যে লেখা হয়ে থাকে সীমাহীন দুর্ভোগ। তা বয়ে আনে এসব জাহাজের আরোহীদের জন্যও। এদের নামই লেখা হয়ে থাকে ইতিহাসে কিংবা বিভিন্ন গল্প গাঁথায়। আজ এই সিরিজের দেয়া হল চতুর্থ পর্বঃ

গ্রিফিনঃ

গ্রেট লেকে ভেসে পড়া প্রথম জাহাজের নাম হচ্ছে গ্রিফিন। ফরাসী পর্যটক রেনে-রবার্ট ক্যাভেলিয়া এবং সিউ দে লা সালে নামক দুই ব্যক্তি দক্ষিণ আমেরিকা ভ্রমণের সময় এই জাহাজটি তৈরি করেছিলেন। লা সালে নায়াগ্রা জলপ্রপাত, লেক ইরি, লেক হুরন ও লেক মিশিগান পাড়ি দেবার জন্য এই জাহাজটি তৈরি করেছিলেন। কিন্তু ১৬৭৯ সালে জাহাজটি গ্রীন বে তে ডুবে যায়। জাহাজে ছয়জন নাবিক ছিল এবং এক কার্গো উল ছিল। ব্যবসার উদ্দেশ্যে এগুলো নিয়ে যাওয়া হচ্ছিল। কিন্তু গ্রিফিনকে উদ্ধার করা সম্ভব হয় নি।
গ্রফিনকে বলা হয় “লেকের হোলি গ্রেইল”। ২০১৪ সালে একজন দাবি করেন যে তিনি গ্রিফিনের ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছেন কিন্তু পরীক্ষা করে দেখা যায় যে তার এই দাবি সত্যি নয়।