বিনোদন ডেস্ক : ১৯৯০ সালে সিনেমাটি নির্মাণের পরিকল্পনা করেন নির্মাতা মার্টিন স্করসেস। তারপর কেটে গেছে দীর্ঘ ২৬ বছর। অবশেষে সিনেমাটির নির্মাণকাজ শেষ হয়েছে। সম্প্রতি মুক্তি পেয়েছে এ সিনেমার ট্রেইলার।
সপ্তদশ শতকে জাপানে খ্রিষ্টধর্ম প্রচার করতে পাড়ি দিয়েছিলেন এক জেসুইট ধর্ম প্রচারক। কিন্তু সেখানে পৌঁছানোর পর তিনি নিখোঁজ হন। তারপর গুরুর খোঁজে ভিনদেশের জঙ্গলে কঠিন অভিযানে নামেন দুই শিষ্য।
সপ্তদশ শতকের প্রেক্ষাপটে জাপানে দুই জেসুইট পাদ্রির অভিযান নিয়ে নির্মিত হয়েছে স্করসেসের এই সিনেমা। এতে কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করেছেন অ্যান্ড্রু গারফিল্ড ও অ্যাডাম ড্রাইভার। তাদের গুরুর ভূমিকায় অভিনয় করেছেন লিয়াম নিসন।
প্রকাশিত ট্রেইলারে এই দুই পাদ্রির রোমাঞ্চকর অভিযানের রুদ্ধশ্বাসচিত্র দেখা যায়। আগামী ২৩ ডিসেম্বর মুক্তি পেতে যাচ্ছে এই সিনেমাটি।
দেখুন : ‘সাইলেন্স’ সিনেমার ট্রেইলার