সম্ভাব্য চুক্তিগুলোর বিষয়বস্তু জনগণের সামনে প্রকাশের দাবি বিএনপির

জ্যেষ্ঠ প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের আগে দেশটির সঙ্গে সম্ভাব্য চুক্তিগুলোর বিষয়বস্তু জনগণের সামনে প্রকাশের দাবি জানিয়েছে বিএনপি।

মঙ্গলবার বিকেলে এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আমরা আশা করি, প্রধানমন্ত্রীর আসন্ন ভারত সফরের পূর্বেই তার সফরকালে যেসব চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা রয়েছে, তার সবকটি জনগণের উদ্দেশ্যে প্রকাশ করা হবে। কারণ জনগণই এদেশের মালিক।’

‘দেশ এবং জনগণের স্বার্থসংশ্লিষ্ট সব চুক্তি ও সমঝোতা স্মারকের বিষয়বস্তু সম্পর্কে জানার ও মতামত প্রকাশ করার অধিকার তাদের রয়েছে। জনগণকে পাশ কাটিয়ে দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা, জনস্বার্থ ও রাষ্ট্রবিরোধী কোনো চুক্তি অথবা সমঝোতা স্মারক জনগণ মেনে নেবে না’, বলেন বিএনপির মহাসচিব।

রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

আগামী ৭ এপ্রিল চার দিনের সরকারি সফরে ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে নিরাপত্তা, প্রতিরক্ষা, পারমাণবিক সহযোগিতাসহ জ্বালানি, মহাকাশ, রেল, তথ্যপ্রযুক্তি, অবকাঠামোসহ অন্যান্য বিষয়ে প্রায় ৩৫টি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনার কথা গণমাধ্যমে আসছে।

ভারতের গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের সূত্র তুলে ধরে মির্জা ফখরুল বলেন, ‘শোনা যাচ্ছে, ভারতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি হতে পারে বা হতে পারে এমওইউ। যদি চুক্তি বা এমওইউ স্বাক্ষরিত হয়, তবে এই চুক্তি বা সমঝোতা স্মারকে কী আছে বা থাকছে তা আদৌ স্বচ্ছ নয়। জনগণ এই চুক্তি সম্পর্কে একেবারেই অন্ধকারে। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কোনো আনুষ্ঠানিক ব্রিফিং হয়নি। সংসদেও কোনো আলোচনা হয়নি।’

তিনি বলেন, ‘প্রতিরক্ষার মতো জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে জনগণের জানার অধিকার রয়েছে। প্রায় সব গণতান্ত্রিক দেশে এ ধরনের গুরুত্বপূর্ণ চুক্তি বা সমঝোতা স্বাক্ষরের পূর্বে দেশের প্রধান রাজনৈতিক দল ও সংশ্লিষ্ট সবার সঙ্গে পরামর্শের রেওয়াজ আছে। এমনকি ভারতেও সেই রেওয়াজ প্রচলিত থাকলেও বাংলাদেশ সরকার এখন পর্যন্ত এ বিষয়ে কিছুই জানায়নি।’

তিস্তা চুক্তিসহ বাংলাদেশের অমীমাংসিত অনেক বিষয়কে উপেক্ষিত রেখে প্রতিরক্ষা চুক্তির যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তোলেন বিএনপি মহাসচিব।

‘অভিন্ন নদীর পানি বণ্টন, সীমান্ত ট্রানজিট, বাণিজ্য ঘাটতি, সীমান্তে হত্যা বন্ধের বিষয়গুলো নিয়ে বর্তমান সরকার কোনো কথা বলছে না। এখন পর্যন্ত এই বিষয়গুলোর কোনো সন্তোষজনক সমাধান হয়নি। অথচ বাংলাদেশ ভারতের স্বার্থসংশ্লিষ্ট অনেক ইস্যুতে ইতোমধ্যে ইতিবাচক কার্যক্রম গ্রহণ করেছে, যার সুফল ভারত পাচ্ছে।’

এ সময় তিনি ভারতের উত্তর-পূর্বাঞ্চলে বিদ্রোহ দমনে বাংলাদেশের সহযোগিতা, মোংলা ও চট্টগ্রাম সমুদ্রবন্দর ব্যবহার, নামমূল্যে ট্রানজিট সুবিধার বিষয়গুলো তুলে ধরেন।

মির্জা ফখরুল বলেন, ‘প্রধানমন্ত্রীর ভারত সফরে বাংলাদেশের সঙ্গে ৪ হাজার কোটি টাকার ঋণ চুক্তি করার কথা গণমাধ্যমে এসেছে। এই ঋণ দিয়ে বাংলাদেশকে ভারত থেকেই অস্ত্র কিনতে হবে।’

ভারত যেখানে অস্ত্র আমদানিতে বিশ্বের এক নম্বরে আছে, সেখানে সেই দেশটি থেকে অস্ত্র আমদানি প্রশ্নের দাবি রাখে বলে মন্তব্য করেন তিনি।

‘যে দেশ নিজেই অস্ত্র আমদানিতে এক নম্বর, সে দেশের কাছ থেকে বাংলাদেশ কেন অস্ত্র কিনতে যাবে? সাশ্রয়ী ও আধুনিক চীনা অস্ত্র ও সরঞ্জামে সজ্জিত আমাদের প্রতিরক্ষা বাহিনীর জন্য ভারতের প্রস্তুতকৃত অধিক দামের অস্ত্র ক্রয় কতটুকু যৌক্তিক তা নিশ্চয়ই প্রশ্নের দাবি রাখে। অস্ত্র প্রস্তুতকারী নতুন দেশ হিসেবে ভারত বাংলাদেশকে সমরাস্ত্র বিক্রির নিশ্চিত ‘ক্যাপ্টিভ মার্কেট’ হিসেবে পেতে চায়”, বলেন বিএনপির এই নেতা।

একাত্তরে মুক্তিযুদ্ধে ভারতের অবদান স্বীকার করে দেশটির সঙ্গে সুসম্পর্ক চাওয়ার কথা জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘কিন্তু তা কোনোভাবেই আমাদের সার্বভৌমত্বকে খাটো করে নয়। বাংলাদেশের সঙ্গে অমীমাংসিত ইস্যুগুলোতে যদি আন্তরিকভাবে সমাধানে ভারত এগিয়ে আসে তাহলে মানুষের মনে সৃষ্ট আস্থার ঘাটতি দূরীভূত হবে এবং দুই দেশের উভয়েই লাভজনক ও কল্যাণমূলক সম্পর্কে আরো দৃঢ়ভাবে আবদ্ধ হবে। এজন্য আলাদা প্রতিরক্ষা চুক্তির প্রয়োজন আছে বলে মনে করি না।’

তিনি বলেন, ‘দুটি রাষ্ট্রের সুন্দর, সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তখনই আশা করা যায় যখন সম্পর্কটা হয় দুই দেশ ও জনগণের মধ্যে। কারণ সরকার বদলায়, কিন্তু জনগণ থাকে। তাই দুটি দেশের সম্পর্ক এমন হওয়া উচিত যাতে সরকার পরিবর্তন হলেও দ্বিপক্ষীয় সম্পর্কটি একই রকম মজবুত থাকে।’

সংবাদ সম্মেলনে বিএনপি নেতাদের মধ্যে স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, তরিকুল ইসলাম, গয়েশ্বর চন্দ্র রায়, আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান কামাল ইবনে ইউসুফ, আলতাফ হোসেন চৌধুরী, আহমেদ আজম খান, নিতাই রায় চৌধুরী, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রমুখ উপস্থিত ছিলেন।