নিজস্ব প্রতিবেদক : ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাষ্ট্রের সকল মুসলমানকে বোনাস প্রদান করার পাশাপাশি মাসব্যাপী সরকারি ছুটি ঘোষণার দাবি জানিয়েছে বাংলাদেশ আওয়ামী ওলামা লীগ।
শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে সংগঠনটির আয়োজনে এক মানববন্ধন থেকে ওলামা লীগের নেতারা এ দাবি জানান।
মানববন্ধনে সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা আবুল হোসেন শেখ শরীয়তপুরী বলেন, ‘প্রজাতন্ত্রের সকল মুসলমান কর্মচারীকে পবিত্র রবিউল আউয়াল মাসে বোনাস প্রদান করতে হবে। পাশাপাশি পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মাসব্যাপী সরকারি ছুটি ঘোষণা করা এবং সর্বপ্রকার অশ্লীল ও অশালীন কাজ বন্ধ রাখতে হবে।’
তিনি বলেন, ‘দেশের সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে ১২ রবিউল আউয়াল দিবসে বিশেষ মিলাদ মাহফিল আয়োজন এবং রাষ্ট্রীয়ভাবে উদযাপন করা মুসলমান হিসেবে আমাদের কর্তব্য।’
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মতো ১২ রবিউল আউয়াল দিবসকে বিশ্বছুটি ঘোষণার উদ্যোগ গ্রহণ করার দাবিও জানান তিনি।
এ সময় বক্তারা মিয়ানমারে মুসলিম গণহত্যা বন্ধ, সিরিয়া-ইরাকসহ বিশ্বের বিভিন্ন দেশে মুসলিম নির্যাতন বন্ধের আহ্বান জানান।
মানববন্ধনে সম্মিলিত ইসলামি গবেষণার সভাপতি মাওলানা মো. আবদুস সাত্তার, বঙ্গবন্ধু ওলামা ফাউন্ডেশনের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ নাফিয়ী, ওলামা লীগের দপ্তর সম্পাদক মাওলানা শওকত হোসেন শেখ ছিলিমপুরী প্রমুখ বক্তব্য রাখেন।