
নিজস্ব প্রতিবেদক : চলতি বছরের জুলাই মাস পর্যন্ত ১৬টি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের কাছে সরকারি-বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর ৮ হাজার ২৮৩ কোটি ৩৩ লাখ টাকা পাওনা আছে।
রোববার জাতীয় সংসদে আ ফ ম বাহাউদ্দিন নাসিমের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের পক্ষে অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান এ তথ্য জানান।
অপর এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রীর পক্ষে অর্থ প্রতিমন্ত্রী বলেন, সরকারি-বেসরকারি ৪৮টি দেশি ব্যাংক এবং নয়টি বিদেশি ব্যাংক এ দেশে কার্যক্রম চালাচ্ছে। এ মুহূর্তে নতুন কোনো ব্যাংক স্থাপনের পরিকল্পনা নেই।
অর্থ প্রতিমন্ত্রী বলেন, কোনো দেশের অর্থনীতি বিনির্মাণে ব্যাংকিং ব্যবস্থার অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিষয়টি বিবেচনা করে ৫৭টি ব্যাংকের অনুমোদন দেওয়া হয়েছে। সারা দেশে এসব ব্যাংকের ৯ হাজার ৪৯৮টি শাখা আছে। এর মধ্যে সবচেয়ে বেশি শাখা আছে সোনালী ব্যাংক লিমিটেডের। সোনালী ব্যাংকের ১ হাজার ২১০টি শাখা আছে।