সরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজ-২০১৮ নির্ধারণ করেছে সরকার

নিজস্ব প্রতিবেদক : সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই হজ প্যাকেজ নির্ধারণ করে হজ প্যাকেজ-২০১৮ এর অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠক শেষে দুপুরে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম এ কথা জানান।

হজ প্যাকেজ-১ এ বিমান ভাড়া সর্বনিম্ন ১ লাখ ৩৮ হাজার ১৯১ টাকা, সর্বোচ্চ ৩ লাখ ৯৭ হাজার ৯২৯ টাকা। হজ প্যাকেজ-২ এ বিমান ভাড়া ১ লাখ ৩৮ হাজার ১৯১ টাকাসহ সর্বোচ্চ ৩ লাখ ৩১ হাজার ৩৫৯ টাকা।

তিনি বলেন, ‘এবার বিমান ভাড়া বেড়েছে। প্রায় ১৩ হাজার টাকা বেড়েছে। ডলারের মূল্য বেড়ে যাওয়ার কারণে বিমান ভাড়া বাড়ানো হয়েছে।’

তিনি জানান, বেসরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজ এখনো ঘোষণা করা হয়নি। তবে বাড়ি ভাড়া, সার্ভিস চার্জ, ব্যাংক গ্যারান্টি, কল্যাণ তহবিল ইত্যাদি অন্যান্য খরচ যোগ করে বেসরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজ ঘোষণা করবে হজ এজেন্সিগুলো। তবে সর্বনিম্ন সরকারি হজ প্যাকেজ-২ (৩ লাখ ৩১ হাজার ৩৫৯ টাকা) এর নিচে হবে না।