
পটুয়াখালী প্রতিনিধি : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সরকারের সমালোচনা মেনে নেওয়া হবে। কিন্তু দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করলে তাদের ক্ষমা করা হবে না।
শুক্রবার দুপুরে পটুয়াখালীর লেবুখালী নদীর ওপর নির্মাণাধীন পায়রা সেতু পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘যারা রাজপথে আন্দোলন করতে ভয় পান, তারা নির্বাচনে জনগণের ভোটে বিজয়ী হওয়ার আশা কিভাবে করেন আমি বুজতে পারি না।’
তিনি আরো বলেন, লেবুখালী সেতুর নির্মাণ কাজ ২০১৯ সালে শেষ হওয়ার কথা। আমরা চায়না কোম্পানির সঙ্গে কথা বলে সেতুর কাজ দ্রুত শেষ করতে বলেছি। আশা করছি ২০১৮ সালে সেতুর নির্মাণ কাজ শেষ হবে।
এর আগে তিনি লেবুখালী নদীর তীরে নির্মিত শেখ হাসিনা সেনা ক্যাম্প পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন চিফ হুইপ আসম ফিরোজ, কেন্দ্রীয় নেতা বাহাউদ্দিন নাসিম এমপি, তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন, সংসদ সদস্য বেগম লুৎফুননেছা প্রমুখ।