সরকার সব সময় গণমাধ্যমের পাশে ছিল

নিজস্ব প্রতিবেদক : গণমাধ্যমে গঠনমূলক সমালোচনার আহবান জানিয়ে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, সরকার সব সময় গণমাধ্যমের পাশে ছিল। আগামী দিনগুলোতে গণমাধ্যমের পাশে থাকবে।

রোববার সকালে রাজধানীতে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে মিট দ্য প্রেস অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ঢাকা রিপোর্টার্স ইউনিটি এ অনুষ্ঠানের আয়োজন করে।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা, সেক্রেটারি মোরসালিন নোমানী।