সরানো হচ্ছে মার্কেটের ধ্বংসস্তুপ

নিজস্ব প্রতিবেদক : গুলশান ডিএনসিসি (ঢাকা নর্থ সিটি করপোরেশন) মার্কেটে লাগা আগুনে ধসে পড়া ধ্বংসস্তুপ সরানো হচ্ছে।

মঙ্গলবার দিবাগত রাত থেকেই কাঁচাবাজারের যে অংশ ধসে পড়ে সেই অংশ থেকে ধ্বংসস্তুপ সরানোর কাজ শুরু হয়। ফায়ার সার্ভিস ও সিটি করপোরেশনের উদ্ধার কর্মীরা এ কাজ শুরু করেন।

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক রফিকুল ইসলাম বলেন, রাত থেকে প্রায় ৫০ জন লোক নিয়ে ধ্বংসস্তুপ সরানোর কাজ শুরু হয়েছে। এ ছাড়া সিটি করপোরেশন থেকে বুলডোজার এনে ধ্বংসস্তুপ সরানো হচ্ছে।

এদিকে বুধবার সকালে আগের দিন মার্কেট থেকে বের করে আনা মালামাল ট্রাক, লরিতে করে সরিয়ে নিচ্ছেন ব্যবসায়ীরা।

উল্লেখ্য, সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে ওই মার্কেটে আগুন লাগে। মঙ্গলবার বিকেলের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে পুড়ে যায় মার্কেটের প্রায় ৬ শতাধিক দোকান।