
ক্রীড়া প্রতিবেদক : স্ত্রী অসুস্থতার খবর পেয়ে গত ৩০ এপ্রিল ইংল্যান্ডে জাতীয় দলের ক্যাম্প থেকে ছুটি নিয়ে দেশে ফেরেন মাশরাফি বিন মুর্তজা। দেশে ফিরে জানতে পারেন স্ত্রী সুমনা হকের পাশাপশি ছেলে সাহিল মর্তুজাও অসুস্থ। বর্তমানে দুজনই সুস্থ আছেন।
সবকিছু ঠিকঠাক থাকলে আজ সন্ধ্যা সোয়া ৭টায় ফের রওনা হবেন মাশরাফি। তবে মাশরাফি ইংল্যান্ডে যাবেন না, দলের সঙ্গে সরাসরি যোগ দেবেন আয়ারল্যান্ডে। বিসিবির লজিস্টিক বিভাগ থেকে এমনটাই জানা গেছে।
চ্যাম্পিয়নস ট্রফি ও আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজকে সামনে রেখে সাসেক্সে নয় দিনের অনুশীলন ক্যাম্প করতে গত ২৬ এপ্রিল মাশরাফির নেতৃত্বে ইংল্যান্ড উড়াল দেয় বাংলাদেশ দল। অনুশীলন ক্যাম্প শেষ হচ্ছে আজ। এরই মধ্যে দুটি অনুশীলন ম্যাচ খেলেছে বাংলাদেশ। দুটিতেই আগে ব্যাট করতে নেমে তিনশ ছাড়ানো সংগ্রহ পেয়েছেন মুশফিক-ইমরুলরা। ডিউক অব নরফোক একাদশের বিপক্ষে ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হলেও সাক্সেস একাদশকে বড় ব্যবধানে হারিয়েছে সফরকারী দল।
আগামীকাল ইংল্যান্ড থেকে আয়ারল্যান্ড যাবে বাংলাদেশ দল। আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের প্রথম ম্যাচ ১২ মে। তবে এক ম্যাচ নিষিদ্ধ থাকায় সেই ম্যাচে খেলতে পারবেন না মাশরাফি। ত্রিদেশীয় সিরিজ শেষে চ্যাম্পিয়নস ট্রফিতে অংশ নিতে ইংল্যান্ডে উড়াল দেবে বাংলাদেশ দল।
চ্যাম্পিয়নস ট্রফিতে গ্রুপ পর্বে বাংলাদেশ খেলবে তিনটি ম্যাচ। ১, ৫ ও ৯ জুন বাংলাদেশের প্রতিপক্ষ ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। মূল মঞ্চে মাঠে নামার আগে বাংলাদেশ এশিয়ার দুই পরাশক্তি ভারত ও পাকিস্তানের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাবে। ম্যাচ দুটি হবে ২৭ ও ৩০ মে।