সর্বোচ্চ ভ্যাটদাতার পুরস্কার পাচ্ছে ৯ প্রতিষ্ঠান

অর্থনৈতিক প্রতিবেদক : সর্বোচ্চ মূল্য সংযোজন কর (মূসক বা ভ্যাট) পরিশোধ করে জাতীয় পর্যায়ে তিন ক্যাটাগরিতে রাষ্ট্রীয় সম্মাননা পাচ্ছে ৯টি প্রতিষ্ঠান।

‘সর্বোচ্চ মূল্য সংযোজন কর পরিশোধকারী প্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান নীতিমালা- ২০০৫ (সংশোধিত)’ অনুযায়ী ২০১৪-১৫ অর্থবছরের সর্বোচ্চ মূসক দেওয়ার জন্যে এ সম্মাননা দেওয়া হচ্ছে।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) মূসক অনুবিভাগের দ্বিতীয় সচিব (মূসক করদাতা সেবা শাখা) মীর আবু আবদুল্লাহ আল-সাদাত স্বাক্ষরিত প্রজ্ঞাপনে সূত্রে এসব তথ্য জানা গেছে।

আগামী ১০ ডিসেম্বর জাতীয় ভ্যাট দিবসে পুরস্কার বিজয়ীদের হাতে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সম্মাননা তুলে দেবেন বলে এনবিআর সূত্রে জানা গেছে। এ বছর উৎপাদন, ব্যবসা ও সেবা- এ তিন খাতে জাতীয় পর্যায়ে ৯টি প্রতিষ্ঠান রয়েছে।

এর মধ্যে ২০১৪-১৫ অর্থবছরে সর্বোচ্চ ভ্যাট দেওয়ার জন্য  উৎপাদন পর্যায়ে হবিগঞ্জ মাধবপুর বাঘাসুরা রিয়াজনগরের স্টার সিরামিকস, সাভার নবীনগরের মৌজা টাকসুর বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড ও চট্টগ্রাম কর্ণফুলী জুলধা ডাঙগারচরের সুপার পেট্রো কেমিক্যাল প্রাইভেট লিমিটেডকে নির্বাচিত করা হয়েছে।

ব্যবসা ক্যাটাগরিতে সম্মাননা পাওয়ার তালিকায় রয়েছে- গাজীপুর নিজাম উদ্দিন রোডের গ্যালারি অ্যাপেক্স, চট্টগ্রাম পাহাড়তলীর মেসার্স এম এম ইস্পাহানী (বিক্রয় ও বিপণন বিভাগ) ও গাজীপুর টঙ্গীর ইন্টারন্যাশনাল বেভারেজ প্রাইভেট লিমিটেড।

২০১৪-১৫ অর্থবছরের জন্য সেবা ক্যাটাগরিতে ঢাকার কারওয়ান বাজারের ওয়ান ওয়ার্ল্ড এভিয়েশন লিমিটেড, চট্টগ্রামের চৌধুরী টি ওয়্যার হাউজ ও ধানমন্ডির মাস্টার মাইন্ড স্কুলকে সম্মাননা দেওয়ার জন্য নির্বাচিত হয়েছে।

এ বছর গাজীপুরের গ্যালারি অ্যাপেক্স ও চট্টগ্রামের চৌধুরী টি ওয়্যার হাউজ দ্বিতীয়বারের মতো সর্বোচ্চ মূসক পরিশোধকারী হিসেবে সম্মাননা পাচ্ছে।

প্রতিবছরের মতো এবারো জাতীয় পর্যায়ে ৯ প্রতিষ্ঠান ছাড়াও জেলা পর্যায়ে ১১০ ব্যক্তি-প্রতিষ্ঠানকে সর্বোচ্চ মূসক পরিশোধকারীর সম্মাননা দেওয়া হবে।

মূসক দিতে মানুষকে উদ্বুদ্ধ  করতে এনবিআর ২০১১-১২ অর্থবছর থেকে জাতীয় ও জেলা পর্যায়ে তিন ক্যাটাগরিতে এ সম্মাননা দিচ্ছে এনবিআর।

‘ভ্যাট দিচ্ছে জনগণ, দেশের হচ্ছে উন্নয়ন’, ‘ভ্যাট দেবো শপথ পাকা, ঘুরবে জোরে দেশের চাকা’- স্লোগানে আগামী ১০ ডিসেম্বর জাতীয় ভ্যাট দিবস পালিত হবে।