সলঙ্গায় সরকারী রাস্তা দখল করে ঘর তৈরির অভিযোগ

তানজির হোসেন টিটু সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন রামকৃষ্ণপুর ইউনিয়নের দক্ষিণ পুস্তিগাছা গ্রামের একটি সেটেলমেন্ট সরকারী রাস্তা দখল করে ঘর তৈরির অভিযোগ উঠেছে। এ বিষয়ে দক্ষিণ পুস্তিগাছা গ্রামের ইসমাইল হোসেনের ছেলে আমিনুল ইসলাম উল্লাপাড়া সহকারী কমিশনার (ভূমি) বরাবর একটি অভিযোগ দাখিল করেছেন। সরকারি রাস্তা দখলকারী অভিযুক্তরা হলেন ঐ গ্রামের মৃত আদম আলীর মেয়ে খুশি খাতুন ও একই গ্রামের আফজাল হোসেনের মেয়ে রোজিনা খাতুন।
সরেজমিনে দেখা যায় উক্ত সরকারি রাস্তাটি দখল করায় এলাকার জনগণের চলাচলে বিঘœ ঘটছে। তাছাড়া রাস্তায় থাকা কালভার্ট এর মুখে ঘরটি তৈরি করায় প্রায় ১শ বিঘা ফসলি জমিতে জলাবদ্ধতার সৃষ্টি হবে।
এবিষয়ে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ জানান, এই রাস্তাটি দখল করায় আমাদের চলাচল কষ্টকর হয়ে যাচ্ছে। তাছাড়া এই রাস্তাটি দিয়ে সাধারণ কৃষক ফসল আনা নেওয়া করে। ঐ রাস্তা দখল করে ঘর নির্মান করা হয় তবে পাশে থাকা কালভার্টটির মুখ বন্ধ হয়ে যাবে ফলে জলাবদ্ধতার কারনে ক্ষতিগ্রস্থ্য হবে গরীব কৃষকেরা বলে দাবী করছেন এলাকার জনগণ।
এ ব্যাপারে অভিযোগকারী আমিনুল ইসলাম জানায়, সরকারি রাস্তা দখল করে ঘর নির্মাণ করায় আমি ও পাশের আরও কিছু পরিবার ক্ষতির সম্মুখীন হব। তাই সরকারের কাছে জোড়-দাবী উক্ত রাস্তাটি উদ্ধারের বিশেষ প্রয়োজন।