সল্লুর দাবি তিনি নির্দোষ

বিনোদন ডেস্ক : গত ১৮ জানুয়ারি বেআইনি অস্ত্র মামলা থেকে বেকসুর খালাস পান বলিউড অভিনেতা সালমান খান। এর সঙ্গে সংশ্লিষ্ট কৃষ্ণসার হরিণ হত্যা মামলার বিষয়ে আজ শুক্রবার (২৭ জানুয়ারি) জবানবন্দি দিয়েছেন অভিনেতা সালমান খান। যোধপুর আদালতে জবানবন্দি দিয়েছেন তিনি।

ভারতীয় একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, আজ প্রায় ৬৫টি প্রশ্নের মুখোমুখি হয়েছেন সালমান। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দলপাত সিং রাজপুরোহিত তাকে প্রশ্ন করেন। নিজের জবানবন্দিতে সালমান খান বলেছেন, ‘আমি নির্দোষ। মিথ্যাভাবে এ মামলা সাজানো হয়েছে।’

১৯৯৮ সালে হাম সাথ সাথ হ্যায় সিনেমার শুটিংয়ের সময় রাজস্থানের যোধপুরের কঙ্কনি গ্রামে বিরল কৃষ্ণসার হরিণ হত্যার দায়ে সালমানের বিরুদ্ধে মামলা দায়ের হয়। স্থানীয় বিষ্ণু সম্প্রদায়ের প্রতিবাদে এ অভিনেতা এবং তার সহ-অভিনয়শিল্পীদের বিরুদ্ধে মামলা দায়ের হয়।

এ সিনেমায় সালমান খানের সহ অভিনয়শিল্পী সাইফ আলী খান, সোনালী বেন্দ্রে এবং টাবু এ মামলায় জবানবন্দি দিতে গতকাল যোধপুরে পৌঁছান। শুক্রবার জবাবন্দি দিতে তারাও আদালতে হাজির হয়েছেন।