নিজস্ব প্রতিবেদক : সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আগামী ২১ নভেম্বর সেনানিবাস এলাকায় যান চলাচল সীমিত থাকবে। এদিনে সেনানিবাসের সড়ক ব্যবহার না করতে চালকদের অনুরোধ জানানো হয়েছে।
শুক্রবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠেনো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসে বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। এদিন এই এলাকার রাস্তা যানজটমুক্ত রাখতে যান চলাচল সীমিত থাকবে। শুধুমাত্র সেনানিবাসে অবস্থানকারীরা ও আমন্ত্রিত অতিথি বহনকারী যান চলাচল করতে পারবে।
এদিনে সেনানিবাসের সড়ক ব্যবহারকারীদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করা হয় বিজ্ঞপ্তিতে।