সহজলভ্য দামে লেডিস শার্ট নিয়ে এসেছে অনলাইন

লাইফস্টাইল ডেস্ক : সহজলভ্য দামে লেডিস শার্ট নিয়ে এসেছে অনলাইন শপিং সাইট বিডি গার্লস কর্ণার। শীত উপযোগী নানা ধরনের পোশাক নিয়ে এসেছে ফ্যাশন হাউস গ্রামীণ ইউনিক্লো।

এছাড়া সম্প্রতি ফ্যাশন হাউস ইজির ২৫তম শো-রুম উদ্বোধন করা হয়েছে। ধানমন্ডিতে যাত্রা শুরু করেছেন নতুন রেস্টুরেন্ট পাপরিকা। বিস্তারিত জেনে নিন।

৪৯৯ টাকায় লেডিস শার্ট
অনলাইন শপ বিডি গার্লস কর্নার দিচ্ছে মাত্র ৪৯৯ টাকায় ১০০% এক্সপোর্ট কোয়ালিটির লেডিস শার্ট। বাহারী ডিজাইন ও সাইজের এসব শার্ট ফরমাল ও ক্যাজুয়াল উভয় ক্ষেত্রেই ব্যবহার করা যাবে। বাংলাদেশের যেকোনো স্থানে প্রোডাক্ট ডেলিভারি করা হয়। আর বছর শেষের অফার হিসেবে রাজধানীর মধ্যে ফ্রি হোম ডেলিভারি করা হচ্ছে। ভিজিট: www.facebook.com/bdgirlscorner, www.bdgirlscorner.com।

নারায়ণগঞ্জে ইজি ফ্যাশন
সময়ের জনপ্রিয় ফ্যাশন ব্র্যান্ড দেশব্যাপী তাদের অগ্রযাত্রা অব্যাহত রেখেছে। ঢাকা, চট্টগ্রাম, সিলেট, বগুড়া, খুলনা, বরিশাল, ফেনীর পর এবার নারায়ণগঞ্জে যাত্রা শুরু করেছে ইজির ২৫তম শাখা। নারায়ণগঞ্জ শহরের বঙ্গবন্ধু রোড, চাষাড়া, জামান টাওয়ার এর ২য় তলায় সম্প্রতি এর উদ্বোধন করা হয়। নান্দনিক ডেকোরেশনে সুবিন্যস্ত এই শো রুমটির উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। এ সময় আরো উপস্থিত ছিলেন ইজি ফ্যাশন লি. এর চেয়ারম্যান আছাদ চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক ইছাদ চৌধুরী, পরিচালক তৌহিদ চৌধুরীসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন শহরের ব্যবসায়ীসহ গণ্যমান্য আরো অনেকে।

ইজি ফ্যাশনের চেয়ারম্যান আছাদ চৌধুরী বলেন, ‘আমাদের ইচ্ছা আছে সারা দেশে ইজিকে ছড়িয়ে দেয়া। মূলত সেই লক্ষ্যেই কাজ করছি আমরা। নারায়ণগঞ্জের শাখাটি আমাদের ২৫তম শাখা। ঢাকার বাইরে খুব শিগগিরই নতুন আরো কয়েকটি শাখা উদ্বোধন করা হবে।’

পাপরিকা রেস্টুরেন্ট অ্যান্ড কনভেনশনের যাত্রা শুরু
রাজধানীর ধানমন্ডিতে মনোরম পরিবেশে যাত্রা শুরু করেছে পাপরিকা রেস্টুরেন্ট অ্যান্ড কনভেনশন সেন্টার। মনোরম ইন্টেরিয়রে সাজানো রেস্টুরেন্টটিতে লাইভ কিচেনের সঙ্গে রয়েছে লাইভ সাউন্ড। রেস্টুরেন্টের খাবারের আইটেমে রয়েছে বৈচিত্র্য। সি ফুড, কন্টিনেন্টাল ফুড, ইন্ডিয়ান ফুড, থাই ফুড ও চাইনিজ ফুড। রয়েছে বিভিন্ন ধরনের জুস ও ডেজার্ট। বিদেশি খাবারের বৈচিত্র্য স্বত্বেও পাপরিকার খাবারের দাম নির্ধারণ করা হয়েছে ক্রেতার নাগালের মধ্যে। মাত্র ২৩০-৭৯৫ টাকার মধ্যে রয়েছে খাবারের নানা আয়োজন। কনভেনশন সেন্টারের মধ্যে রয়েছে যেকোনো সামাজিক অনুষ্ঠান আয়োজনের সুবিধা। যোগাযোগ: পাপরিকা রেস্টুরেন্ট অ্যান্ড কনভেনশন সেন্টার, হাউস নং ৫৫, রোড-৪/এ, সাত মসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা।

গ্রামীণ ইউনিক্লো’র শীতের পোশাক
শীতকালের পোশাকে শুধুমাত্র উষ্ণতা নয় প্রয়োজন স্বাচ্ছন্দে চলাফেরার নিশ্চয়তা। আর তাই শীতকালে প্রতিটি মূহূর্তকে উষ্ণ রাখতে ও স্বাচ্ছন্দে চলাফেরার জন্য বিভিন্ন ডিজাইনের ও রঙয়ের শীতকালিন পোশাকের কালেকশন নিয়ে এসেছে জাপানের খ্যাতনামা পোশাকের ব্র্যান্ড ইউনিক্লোর বাংলাদেশি সামাজিক ব্যবসায় ব্র্যান্ড গ্রামীণ ইউনিক্লো।

শীতের কালেকশনে ছেলেদের জন্যে রয়েছে ভেস্ট, সোয়েটার, কার্ডিগান, হুডি, ব্লেজার এবং জ্যাকেট যা যেকোনো পরিবেশে মানানসই। এছাড়াও মেয়েদের জন্যে রয়েছে লেটেস্ট ডিজাইনের কালারফুল কার্ডিগান ও স্টাইলিশ স্টোল কার্ডিগান। মেয়েদের কার্ডিগান পাওয়া যাবে ৯৯০ টাকায়। ছেলেদের ভেস্ট মাত্র ৭৯০, সোয়েটার ৯৯০, কার্ডিগ্যান ১০৯০, হুডি ১২৯০, জ্যাকেট ও ব্লেজার ২৯৯০ টাকায়। শীতের পোশাকগুলোর সঙ্গে মানানসই ছেলেদের প্যান্ট ও মেয়েদের লেগিংস, পেন্সিল প্যান্ট এবং পালাজ্জো রয়েছে বিভিন্ন ডিজাইনে। এছাড়াও গ্রামীণ ইউনিক্লো’র আউটলেটে আরো রয়েছে শীতের বিশেষ শার্ট, বিজনেস শার্ট, ক্যাজুয়াল শার্ট, সফট অ্যান্ড স্ট্রেইস বক্সার ব্রিফস, ট্যাংকটপ, টি-শার্ট, পোলো শার্ট, মেয়েদের কামিজসহ আরো অন্যান্য পোশাক। বিভিন্ন পোশাকে রয়েছে বিশেষ ছাড়।

গ্রামীণ ইউনিক্লোর আউটলেট বর্তমানে কাটাবন মোড়, বসুন্ধরাসিটি, ধানমন্ডি সাইন্সল্যাব মোড়, গুলশান বাড্ডা লিংক রোড, মোহাম্মদপুর রিং রোড, মিরপুর ১, নয়াপল্টন, খিলগাও তালতলা ও যমুনা ফিউচার পার্কে অবস্থিত।