নিজস্ব প্রতিবেদক : ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বলেছেন, সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দায়ী পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অপরাধের ধরণ বুঝে এ ব্যবস্থা নেওয়া হবে।
ডিএমপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার সকালে রাজধানীর শাহবাগে নগরবাসীকে শুভেচ্ছা জানানো শেষে তিনি এ কথা বলেন।
মো. আছাদুজ্জামান মিয়া বলেন, ‘ব্যক্তির দায় বাহিনী কখনও নেবে না। তবে কেন এ ঘটনা ঘটল তা গবেষণা ও পর্যালোচনা করার বিষয় রয়েছে। একজন পুলিশ সদস্য যখন আট ঘণ্টার জায়গায় ১৬ ঘণ্টা ডিউটি করে তখন তার স্বাভাবিক আচরণ ঠিক থাকে না। তারপরও এ ধরনের অনাকাঙ্খিত ঘটনা কেন ঘটে তার কারণ অনুসন্ধান করা হচ্ছে।’
তিনি আরো বলেন, ‘ওই ঘটনার পর পুলিশ তদন্ত করেছে। তদন্ত প্রতিবেদন ইতিমধ্যেই জমা পড়েছে। এখন তার যাচাই-বাছাই চলছে। এরপরই বিস্তারিত মিডিয়াকে জানানো হবে।’
ডিএমপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নগরবাসীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো কর্মসূচি রাজধানীজুড়ে নেওয়া হয়েছে বলে ডিএমপির গণমাধ্যম শাখা থেকে জানানো হয়েছে।