সাংবাদিকদের গাড়িতে বিএনপিই হামলা চালিয়েছে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : ফেনীতে খালেদা জিয়ার গাড়ি বহরে থাকা সাংবাদিকদের গাড়িতে বিএনপিই হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শনিবার দুপুরে চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় প্রয়াত আওয়ামী লীগ নেতা আখতারুজ্জামান চৌধুরী বাবুর স্মরণসভায় প্রধান অতিথি বক্তব্য রাখতে গিয়ে তিনি এই অভিযোগ করেন। ওবায়দুল কাদের বলেন, ফেনীতে যদি আওয়ামী লীগ হামলা করে, তাহলে সাংবাদিকদের ওপর করবে কেন? আর এমন একটি হামলা যেখানে বিএনপির একজন নেতা-কর্মীও আহত হয়নি। আসলে বিএনপিই সাংবাদিকদের ওপর হামলা করেছে, বড় নিউজ কাভারেজ পাওয়ার জন্য। সরকারি দল কেন যেচে পড়ে অশান্তি ডেকে আনবে। সরকারের সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘‘আমি জনগণের কাছে বিচার দিতে চাই। জনগণকে বলতে চাই, এই হামলা পূর্বপরিকল্পিত।’’ খালেদা জিয়ার গাড়িবহর ঢাকায় ফেরার পথে দুটি বাসে আগুন দেওয়া প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, দুটি বাস রাস্তার উল্টোপাশে দাঁড়িয়েছিল। বিএনপির শ্রমিকদল খালেদা জিয়া বেরিয়ে যাওয়ার পর বাসগুলোতে আগুন দিয়েছে। রোহিঙ্গাদের ত্রাণ দেওয়ার জন্য খালেদা জিয়া বিমানে না গিয়ে কক্সবাজার ও চট্টগ্রামে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য সড়কপথে গেছেন- অভিযোগ করে ওবায়দুল কাদের বলেন, অসুস্থ খালেদা জিয়া বিমানে না গিয়ে ১০ হাজার মানুষকে ত্রাণের প্যাকেট দেওয়ার জন্য চট্টগ্রাম-কক্সবাজারে এসেছিলেন। তিনি পুরোপুরি চট্টগ্রাম-কক্সবাজারের রাস্তা অচল করে দিয়েছেন। কয়েক লাখ রোহিঙ্গার ত্রাণসামগ্রী যাওয়ার পথও তিনি বন্ধ করে দিয়েছিলেন। স্মরণসভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, উপ-দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এবং প্রয়াত আখতারুজ্জামান চৌধুরীর ছেলে ভূমি প্রতিমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য সাইফুজ্জামান চৌধুরী জাবেদ।