সিরাজগঞ্জ প্রতিনিধি : সাংবাদিক আব্দুল হাকিম শিমুল হত্যা মামলায় তুফান (৩৫) নামে আরো এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার ভোরে শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে এ মামলায় মোট ১৩ জনকে গ্রেপ্তার করল পুলিশ।
শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি-তদন্ত) মনিরুল ইসলাম জানান, ওই দিনের ভিডিও ফুটেজ দেখে তুফানকে শনাক্ত করা হয়। শনিবার ভোরে তাকে গ্রেপ্তার করা হয়। তুফানকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
প্রসঙ্গত, গত ২ ফেব্রুয়ারি শাহজাদপুর পৌর মেয়র মিরুর ভাই পিন্টু ছাত্রলীগ নেতা বিজয় মাহমুদকে তুলে এনে পিটিয়ে হাত-পা ভেঙে দেন। এ খবর ছড়িয়ে পড়লে ছাত্রলীগের নেতা-কর্মী ও বিজয়ের স্বজনরা মেয়রের বাসার সামনে মিছিল নিয়ে গিয়ে ইটপাটকেল ছোড়ে। এ সময় মেয়র মিরু ও তার ভাই মিন্টু শটগান দিয়ে গুলি ছুড়তে থাকেন। একপর্যায়ে শটগানের গুলিতে কর্তব্যরত সাংবাদিক শিমুল গুলিবিদ্ধ হন। পরে তিনি মারা যান।