সাংসদ ইলিয়াস উদ্দিন মোল্লাহ মা হারালেন

নিজস্ব প্রতিবেদক : মা হারালেন ঢাকা-১৬ আসনের মাননীয় সাংসদ আলহাজ্জ ইলিয়াস উদ্দিন মোল্লাহ।

রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে আজ শনিবার (২১ জানুয়ারি) সকাল ৮ টায় ইন্তেকাল করেছেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল আনুমানিক ৭৫ বছর।

সাবেক সংসদ সদস্য হারুন-উর-রশীদ মোল্লাহ’র সহধর্মিনী আজমা বেগমের প্রথম জানাজা নিজ গ্রাম আলাউদ্দি ঈদ গা মাঠে বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে। এরপর মিরপুর সিটি ক্লাব মাঠে বাদ আসর দ্বিতীয় জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। জানাজা শেষে মিরপুরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে বলে জানিয়েছেন ইলিয়াস মোল্লাহর ঘনিষ্ঠজন জাকির হোসেন।

ইলিয়াস মোল্লার মা দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন বলেও জানান তিনি।