নিজস্ব প্রতিবেদক : পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, ‘সাংসদ মনজুরুল ইসলাম লিটন হত্যার কারণ এখনো জানা যায়নি। তবে এ ঘটনার তদন্ত সর্বোচ্চ গুরুত্ব দিয়ে করা হচ্ছে।’
বৃহস্পতিবার দুপুরে আউটার স্টেডিয়ামে কাবাডি ফেডারেশনের অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের প্রশ্নে এ কথা বলেন।
কাবাডি খেলোয়াড়দের সনদপত্র বিতরণ অনুষ্ঠানে পুলিশ প্রধান বলেন, ‘এ হত্যাকাণ্ডের পেছনে কারা জড়িত, কী কারণে হত্যাকাণ্ড হতে পারে এবং সম্ভাব্য আরো একাধিক বিষয় নিয়ে তদন্ত চলছে। পুলিশের পাশপাশি সরকারের একাধিক সংস্থাও কাজ করছে। খুনিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান পরিচালনা করছে। তারা যেকোনো সময় গ্রেপ্তারও হতে পারে। ইতিমধ্যে অনেককেই সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করে আইনে সোপর্দ করা হয়েছে।’
সাংবাদিকদের শহীদুল হক আরো বলেন, ‘পুলিশের কাছে সব মামলারই গুরুত্ব আছে। তবে এ মামলাটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করতে নির্দেশ দেওয়া হয়েছে সংশ্লিষ্টদের। কেননা তিনি একজন জনপ্রতিনিধি। একজন জনপ্রতিনিধিকে এভাবে হত্যা করা খুবই দুঃখজনক। তদন্ত চলছে। সময় হলেই বিস্তারিত জানানো হবে।’
এর আগে তিনি তৃণমূল পর্যায় থেকে বাছাইকৃত প্রতিভাবান কাবাডি খেলোয়াড়দের সনদ প্রদান করেন।
উল্লেখ্য, গত ১ জানুয়ারি গাইবান্ধার সুন্দরগঞ্জে নিজ বাসায় আততায়ীর গুলিতে নিমর্মভাবে খুন হন সাংসদ লিটন।