শেরপুর প্রতিনিধিঃ সাইকেল চুড়ি করতে গিয়ে ধরা পরেছে ১২ বছরের এক বালক আঃ ছাত্তার। রাজনগর ইউপি পরিষদে তার দেওয়া জবান অনুযায়ী অনুসন্ধানে আরো ১৯টি সাইকেল উদ্ধার করেছে। ঘটনাটি ঘটেছে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার রাজনগর ইউনিয়নে।
ইউপি পরিষদ ও এলাকাবাসীর সূত্রে, রাজনগর ইউনিয়নের চাদগাঁও গ্রামের শহর আলীর ছেলে আঃ ছাত্তার গত বুধবার সাইকেল চুড়ি করতে গিয়ে জনতার হাতে আটক হয়। পরে এলাকাবাসাী চোর কে রাজনগর ইউপি পরিরষদের আনে। সিদ্ধান্তক্রমে ছেলেটিকে রাজনগর ইউপি পরিষদে জিম্মায় রেখে এসব তথ্য উদঘাটন করে। কয়েকদিনে তার দেওয়া তথ্যে গ্রাম পুলিশ ১৯টি বাইসাইকেল উদ্ধার করে। পরে নাবালক ছেলেটিকে তার মার জিম্মায় দিয়ে দেয় রাজনগর ইউপি পরিষদ চেয়ারম্যান ফারুক আহম্মেদ বকুল। নাবালক ছেলেিেটর সূত্রে, একই এলাকার তার সহযোগী মাসুদ কে ধরতে পারলে আরো অকে সাইকেল উদ্ধার হতে পারে। ঘটনাটি এলাকায় চা ল্যের সৃষ্টি করেছে। এসময় উপস্থিত ছিলেন, প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ আলী, সিটি প্রেসক্লাবের সম্পাদক মোক্তার হোসেন মোক্তা, ৫নং ওর্য়াড আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক লিটন আহম্মেদ।