
নিজস্ব প্রতিবেদক : আমৃত্যু কারাদণ্ড পাওয়া জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে মাসুদ সাঈদী বলেছেন, ‘আমরা ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছি। একমাত্র খালাসই ছিল আমার পিতার জন্য ন্যায় বিচার।’
সোমবার রিভিউ খারিজ করে সাঈদীর আমৃত্যু কারাদণ্ড বহাল রাখার পর সাংবাদিকদের কাছে তিনি এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
এদিকে সাঈদীর প্রধান আইনজীবী খন্দকার মাহবুব হোসেন বলেন, সাঈদীর আমৃত্যু কারাদণ্ডের রায়ে ক্ষোভ, দুঃখ যাই থাকুক, সর্বোচ্চ আদালতের এ রায় সবাইকে মানতে হবে।
প্রসঙ্গত, প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন ৫ বিচারপতির আপিল বেঞ্চ সোমবার রাষ্ট্রপক্ষ ও সাঈদীর রিভিউ আবেদন খারিজ করে দিয়ে আমৃত্যু কারাদণ্ড বহাল রাখেন।