
ক্রীড়া প্রতিবেদক : ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) অংশ নেয়া সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ মঙ্গলবার বাংলাদেশে ফিরছেন। টিম পরিচালানা কমিটির বিশেষ সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন। দুজনের দুই সময়ে ঢাকায় পা রাখার কথা। বুধবার অনুশীলনে যোগ দেয়ার সম্ভাবনা খুবই কম। বৃহস্পতি ও শুক্রবার জাতীয় দল দুদিনের প্রস্তুতি ম্যাচ খেলবে। সাকিব ও মিরাজের প্রস্তুতি ম্যাচে খেলবেন বলে জানা গেছে।
২৭ জুলাই রাতে সিপিএল খেলতে ঢাকা ত্যাগ করেন মিরাজ। ২৯ জুলাই যাওয়ার কথা ছিল সাকিবের। কিন্তু ভিসা পেতে দেরি হওয়ায় সাকিব যেতে পারেননি। ৩ আগস্ট সিপিএল খেলতে উড়াল দেন বিশ্বসেরা অলরাউন্ডার।
সিপিএলে জ্যামাইকা তালাওয়াসের হয়ে সাকিব খেলেছেন তিনটি ম্যাচ। সোমবার রাতেও একটি ম্যাচ খেলার কথা রয়েছে বাঁহাতি অলরাউন্ডারের। এরপরই দেশের বিমান ধরবেন। তিন ম্যাচে সাকিব দুই উইকেট এবং ব্যাট হাতে ৬১ রান করেছেন। শেষ ম্যাচে কি করেন সেটাই দেখার বিষয়। সাকিব আল হাসানের বদলি হিসেবে জ্যামাইকলা তালাওয়াস এরই মধ্যে দলে নিয়েছে নিউজিল্যান্ডের গ্লেন ফিলিপসকে।
প্রথমবারের মতো দেশের বাইরে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে গিয়েছিলেন মেহেদী হাসান মিরাজ। কিন্তু বাংলাদেশের তরুণ তুর্কীর কোনো ম্যাচ খেলার সুযোগ হয়নি। মিরাজ না খেললেও এখন পয়েন্ট টেবিলের শীর্ষে আছে তার দল ত্রিনবাগো নাইট রাইডার্স। শাহরুখ খানের দলের সাফল্যের মূল কান্ডারি ছিলেন ব্রেন্ডন ম্যাককালাম, কলিন মুনরো ও শাদাব খান। দল নিয়মিত সাফল্য পাওয়ায় মিরাজের সুযোগ হয়নি। যদিও চার বিদেশি নিয়ে খেলার সুযোগ ছিল ত্রিনবাগোর। কিন্তু তিন বিদেশি নিয়েই নিয়মিত একাদশ সাজায় ব্রাভোর দল। মাঠে নামার সুযোগ না হলেও মিরাজ দলের সঙ্গে দারুণ সময় কাটিয়েছেন। নিজের অফিসিয়াল ফেসবুকে বিভিন্ন ছবি পোস্ট করেন মিরাজ।
অস্ট্রেলিয়া ক্রিকেট দল আসছে ১৮ আগস্ট। মিরপুরে দুদিনের প্রস্তুতি ম্যাচ খেলার পর ১৯ আগস্ট ঢাকা টেস্টের দল ঘোষণা করবে বিসিবি। ঢাকায় অনুষ্ঠিত হবে প্রথম টেস্ট। ঈদের পর চট্টগ্রামে হবে দ্বিতীয় টেস্ট।