
মেহেদী হাসান, কেশবপুর (যশোর) থেকে ঃ- যশোরের কেশবপুরের সাগরদাঁড়িতে মধুসূদন সংস্কৃতি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। ১৯ জানুয়ারী শহরের শহীদ মুক্তিযোদ্ধাদৌলত বিশ্বাস চত্তরে মধুসূদন সংস্কৃতি বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন কমিটির উদ্দোগে ওই মানববন্ধন করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, মধুসূদন সংস্কৃতি বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন কমিটির যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট আবু বক্কর সিদ্দিকী, সদস্য সচিব কবি খসরু পারভেজ, সৈয়দ আকমল আলি,সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম প্রমুখ।