সাগরের আত্নহত্যা না হত্যা?

চট্টগ্রাম প্রতিবেদকঃ চাঁদগাও এর চান মিয়ার ইলেকট্রিক দোকানে দীর্ঘ দিন যাবত চাকরী করতো সারোয়ার হোসেন সাগর (২০) ।সাগরের গ্রামের বাড়ী ফেনীর ফুলগাজী উপজেলার বৈরাগপুর গ্রামে। এই গ্রামের তৈয়ব হোসেন লিটনের ছেলে বলে জানা যায়।

ক্রাইম পেট্রোল বিডি দোকান মালিক চান মিয়ার সাথে মুঠোফোনে যোগাযোগ করে জানতে পারে সাগর তার ইলেট্রোনিক দোকানে চাকরী করতো ও তার বাড়ীর কাচারী ঘরে সাগর রাতে ঘুমাতো। হটাৎ করে আজ সকালে সাগরের ঘরের দরজা বন্ধ দেখতে পেয়ে ধাক্কাধাক্কি করে যখন খোলা যাচ্ছিল না তখন থানায় ফোন করেন চাঁদগাও থানার পুলিশ এসে তার লাশ উদ্ধার করে।

চাঁদগাও থানার অফিসার ইনচার্জ মোঃ আতাউর রহমান ক্রাইম পেট্রোল বিডিকে জানান,লাশ ময়না তদন্ত শেষে জানা যাবে সাগর আত্নহত্যা করেছে নাকি তাকে হত্যা করা হয়েছে।

অন্যদিকে সাগরের মামা ইমাম হোসেন দাবি করেন, তাকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে ।

অনান্য সূত্র থেকে জানা যায়, বিষইয়টি ধোয়াশার ভিতরে রয়েছে।

এই রিপোর্ট লেখা পর্য্যন্ত মামলাটি প্রক্রিয়াধীন রয়েছে।