সাজাপ্রাপ্ত এক আসামি মঙ্গলবার দুপুরে পালিয়েছে

নিজস্ব প্রতিবেদক : ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন থাকা মো. সোহেল নামের সাজাপ্রাপ্ত এক আসামি মঙ্গলবার দুপুরে পালিয়েছে। এ ঘটনায় দুই কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

জ্যেষ্ঠ জেল সুপার জাহাঙ্গির কবির সাংবাদিকদের বলেন, ‘মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে ওই আসামি বাথরুমে যায়। এক ফাঁকে সে পালিয়ে যায়। এ ঘটনায় কারারক্ষী নজরুল ও আজিজকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তারা ওই আসামির পাহারার দায়িত্বে ছিল।’

জানা গেছে, সোমবার অসুস্থ হলে সোহেলকে কারাগার থেকে হাসপাতালে আনা হয়। ২১৭ নম্বর ওয়ার্ডে তার চিকিৎসা চলছিল।  মাদক মামলায় তাকে আদালত দুই বছরের সাজা দেন আদালত।