
শাহাদুর রহমান, মানিকগঞ্জঃ মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার রাইল্যা সেতুর নিচ থেকে মানুষের পায়ের কাটা অংশ উদ্ধার করা হয়েছে। বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে ওই স্থান থেকে একটি বাজারের ব্যাগের ভিতর পলিথিনে মোড়ানো অবস্থায় পায়ের কাটা অংশটি উদ্ধার করে পুলিশ।
সাটুরিয়া থানার ওসি আশরাফুল আলম বলেন, স্থানীয়রা ওই সেতু এলাকায় গাজীখালী নদীতে গোসল করতে গিয়ে দুর্গন্ধ পান। পরে সেতুর নীচে একটি ব্যাগ পড়ে থাকতে দেখেন। কৌতুহলবশত ব্যাগটি খুলে দেখা যায়, ব্যাগটির ভিতরে পলিথিনে মোড়ানো একটি পায়ের কাটা অংশ। তাৎক্ষণিক তারা আতঙ্কিত হয়ে পড়েন এবং বিষয়টি আমাদের জানান।
তিনি বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই এবং সেখান থেকে বয়স্ক মানুষের ডান পায়ের হাঁটুর নিচের কাটা অংশটি উদ্ধার করে তা পরীক্ষা-নিরীক্ষা করার জন্য মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে পাঠিয়ে দেই। কোনো অসুস্থ ব্যক্তির পা পচন ধরার কারণে তিনি কেটে ফেলে দিতে পারেন বলে ধারণা করা হচ্ছে। কেননা উদ্ধারকৃত পায়ের কাটা অংশের সঙ্গে স্যালাইনের পাইপ জড়ানো ছিল।
তবে স্থানীয়দের ধারণা- দুর্বৃত্তরা কোনো একজন ব্যক্তিকে অন্যকোন স্থানে বিভিন্ন খণ্ডে হত্যা করে খণ্ডগুলি বিভিন্ন এলাকায় ফেলে দেয়। সেই হিসেবে এখানেও একটি অংশ পাওয়া গেছে।