সাতকানিয়ায় ভোটকেন্দ্রে ছুরিকাঘাতে কিশোর নিহত

দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন চলাকালে ভোটকেন্দ্রে ছুরিকাঘাতে তাসিব (১৩) নামের এক কিশোর নিহত হয়েছে বলে অভিযোগ উঠেছে।

উপজেলার ননুয়া বোর্ড অফিস কেন্দ্রে আজ সোমবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আওয়ামী লীগ প্রার্থীর কর্মী-সমর্থকদের দায়ী করছেন তাসিবের স্বজনেরা।

নিহত তাসিব নলুয়া ইউনিয়নের মরফলা এলাকার জসিম উদ্দিনের ছেলে। সে মরফলা আর এম এন উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র।

বোর্ড অফিস কেন্দ্রে ইউপি সদস্য প্রার্থী মিজানুর রহমান বলেন, ‘নৌকার সমর্থকেরা শান্তিপূর্ণ ভোটকেন্দ্রে অতর্কিত হামলা করে কিরিচ দিয়ে কুপিয়ে কিশোর তাসিবকে খুন করেছে।’

এ বিষয়ে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল বলেন,‘গন্ডগোলের খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছে। এরপর বিস্তারিত জেনে ঘটনা সম্পর্কে জানাতে পারব।’