সাতকানিয়ায় সংঘর্ষ, ভোটারদের বাধা দেওয়ার অভিযোগ

চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলায় ইউপি নির্বাচন চলছে। নির্বাচন ঘিরেই চলে উত্তপ্ত পরিস্থিতি। নৌকা-স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মুখোমুখি অবস্থান রয়েছে।

তবে আইনশৃংখলা বাহিনীর সদস্যরাও মাঠে আছেন এবং প্রতিটি ইউপিতে টহলও দিচ্ছেন।

এখনও পর্যন্ত তেমন বড় কোনো ঘটনা ঘটেনি। বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা ঘটে বলে জানান জেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন।

স্থানীয় ও প্রসাশন সূত্রে জানা গেছে, উপজেলায় নির্বাচন চলাকালিন সময়ে নলুয়া, খাগরিয়া ইউপির কয়েকটি ভোটকেন্দ্র দখলকে কেন্দ্র দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ সোমবার সকাল ১০টার দিকে উপজেলার খাগরিয়া ইউনিয়নের গণিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

জানা গেছে, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. জসিম উদ্দীনের সমর্থকদের সঙ্গে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. আকতার হোসেনের সমর্থকদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। একপর্যায়ে কেন্দ্র দখলে নিতে উভয় পক্ষে গুলি বিনিময় হয়।

দুইপক্ষের সংঘর্ষের কথা স্বীকার করলেও গুলির বিষয়টি অস্বীকার করে সাতকানিয়া থানার ওসি মুহাম্মদ আবদুল জলিল বলেন, ভোটকেন্দ্রে দুইপক্ষের মধ্যে ঝামেলা হয়েছে। ইটপাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।

সংঘর্ষের ঘটনায় ভোটগ্রহণ সাময়িক বন্ধ রয়েছে বলে জানিয়েছেন সাতকানিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা আবু তালেব মন্ডল।

নলুয়ার নৌকার চেয়ারম্যান প্রার্থী লিয়াকত আলী অভিযোগ করে বলেন, প্রতিপক্ষ প্রার্থী মিজানের সমর্থকরা ভোটারদের বাধা দিচ্ছেন। নানাভাবে হুমকিও দিচ্ছেন বলে অভিযোগ করেন। তবে চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমানকে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি। এছাড়া বিভিন্ন ইউনিয়নে পুলিশ, ম্যাজিট্রেটসহ আইনশৃংখলা বাহিনীর সদস্যরা মাঠে রয়েছেন।

এদিকে সোনাকানিয়া ইউনিয়নে ৬, ৭, ৮ ও ৯ নং কেন্দ্রে স্বতন্ত্র প্রার্থীর এজেন্টকে বের করে দেওয়ার অভিযোগ রয়েছে। একই সঙ্গে নৌকা প্রতীকে সিলসহ ব্যালট পেপার পাওয়া গেছে বলে অভিযোগ করেছেন স্বতন্ত্র প্রার্থী মো. আবু তাহের।