সাতক্ষীরার এমপির সভাপতি পদে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা-৪ আসনের সরকার দলীয় সংসদ সদস্য এস এম জগলুল হায়দারের শ্যামনগর আতরজান মহিলা কলেজের সভাপতি পদের ওপর তিন মাসের নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে তার সভাপতি পদে থাকা কেন বেআইনি হবে না তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে।

মঙ্গলবার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মো. হুমায়ন কবির, মো. আল আমিন ও মোহাম্মদ শাফায়েত জামিল। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস।

আইনজীবী হুমায়ন কবির বলেন, ২০১৬ সালের ১৬ জুন জাতীয় বিশ্ববিদ্যালয় সংসদ সদস্য এস এম জগলুল হায়দারকে সাতক্ষীরা শ্যামনগর উপজেলার আতরজান মহিলা কলেজের সভাপতি পদে মনোনয়ন দেয়।

ওই মনোনয়নের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন ওই কলেজের প্রতিষ্ঠাতা সদস্য এস এম আফজালুল হক।

রিটের প্রাথমিক শুনানি নিয়ে মঙ্গলবার আদালত সভাপতি পদে থাকার ওপর নিষেধাজ্ঞাসহ দুই সপ্তাহের রুল জারি করেন।

শিক্ষা সচিব, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসিসহ পাঁচজনকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

প্রসঙ্গত, ইচ্ছা পোষণ করে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি পদে এমপিরা থাকতে পারবে না বলে হাইকোর্ট এর আগে রায় দিয়েছেন।