সাতক্ষীরার নগরঘাটায় এক গৃহবধুর মরদেহ উদ্ধার

হেলাল উদ্দীন,সাতক্ষীরা: সাতক্ষীরার পাটকেলঘাটা থেকে ফেরদৌসি বেগম নামের এক গৃহবধুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার দুপুরে তালা উপজেলার পাটকেলঘাটা থানার নগরঘাটা ইউনিয়নের মিঠাবাড়ি শেখপাড়া মসজিদ সংলগ্ন ফসলের ক্ষেতের পাশে একটি শুকনো ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।নিহত ফেরদৌসি বেগম (৪৫) নগরঘাটা ইউনিয়নের মিঠাবাড়ি শেখপাড়া গ্রামের চৌকিদার আব্দুস সবুরের দ্বিতীয় স্ত্রী।পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহেদ মোর্শেদ জানান, ফেরদৌসি বেগমের প্রথম স্বামী আব্দুল্লাহ বছর তিনেক আগে মারা যান। এরপর তিনি আব্দুস সবুরকে বিয়ে করেন। স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, বিয়ের পর থেকে বর্তমান স্বামী আব্দুস সবুরের প্রথম স্ত্রীর সন্তানদের সঙ্গে ফেরদৌসি বেগমের বিরোধ চলে আসছিল দীর্ঘদিন ধরে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।তিনি আরো জানান, ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর তার মৃত্যুর আসল রহস্য জানা যাবে।