সাতক্ষীরায় করোনায় ১০ জনের মৃত্যু

জেলা প্রতিনিধিঃ আগের দিনের তুলনায় সাতক্ষীরা জেলায় আজ রোববার করোনা সংক্রমণ শনাক্তের হার কমেছে ১০ দশমিক ৮৬ শতাংশ। সিভিল সার্জনের কার্যালয় থেকে জানা গেছে, জেলায় এদিন ২৮ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হন ১৪ জন। আগের দিন শনিবার ৯২ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিলেন ৫৬ জন। হার ছিল ৬০ দশমিক ৮৬ শতাংশ।

সাতক্ষীরায় করোনা উপসর্গে গত ২৪ ঘণ্টায় পাঁচ নারীসহ আরও ১০ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ( ২০ জুলাই) জেলা করোনা বিষয়ক তথ্য কর্মকর্তা ডা. জয়ন্ত কুমার সরকার এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘মৃতরা সবাই সাতক্ষীরা মেডিকেল কলেজ (সামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন।’

ডা. জয়ন্ত কুমার সরকার বলেন, ‘গত ২৪ ঘণ্টায় জেলায় ৩২৪ টি নমুনা পরীক্ষা করে ৯২ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়। এর মধ্যে সামেক হাসপাতালের আরটিপিসিআর ল্যাবে ১০১টি নমুনা পরীক্ষা করে ২৩ জনের এবং বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে র‌্যাপিড অ্যান্টিজেন পরীক্ষায় ২২৩টি নমুনা পরীক্ষা করে আরও ৫৮ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ২৮ দশমিক ৩৯ শতাংশ।’

তিনি আরও বলেন, ‘সাতক্ষীরা সদর উপজেলার ছনকা গ্রামের আতিয়ার রহমানের স্ত্রী রেহেনা খাতুন (৫০), একই উপজেলার শিমুলবাড়িয়া গ্রামের মৃত জনকী মণ্ডলের ছেলে হরিপদ মণ্ডল (৮০), বালিয়াডাঙ্গা গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী শরবানু (৪৫), নুনগোলা গ্রামের মৃত শুকুর আলীর ছেলে খলিলুর রহমান (৭৫), দেবহাটা উপজেলার বহেরা গ্রামের শামছুর রহমানের স্ত্রী শামছুন্নাহার (৫৫), কালিগঞ্জ উপজেলার চরযমুনা গ্রামের মৃত তোরাব গাজীর ছেলে আব্দুল গাজী (৭৫), তালা উপজেলা সদর গ্রামের রহিম শেখের স্ত্রী মোমেনা খাতুন (৪৫), কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া গ্রামের ইউসুপ আলীর ছেলে মাসুদ রানা ( ২৭), যশোরের কেশবপুর উপজেলার চিংরা গ্রামের মানিক গাজীর ছেলে আলীম গাজী (৫২) ও আশাশুনি উপজেলা সদর গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী বেনজিরা খাতুন (৬০) করোনার উপসর্গ নিয়ে মারা যান।’

এ নিয়ে জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৮২ জন। আর উপসর্গ নিয়ে মারা গেছেন ৪৮৫ জন।