সাতক্ষীরা প্রতিনিধি : জেলার তালা উপজেলায় নছিমন ও ট্রলি মুখোমুখি সংঘর্ষে আকিমুদ্দিন গাজী নামে এক নছিমন চালক নিহত হয়েছেন।
মঙ্গলবার সকালে তালা সরকারি কলেজসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আকিমুদ্দিনের বাড়ি উপজেলার মুড়কুলিয়া গ্রামে।
তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান হাফিজুর রহমান জানান, সকালে তালা সরকারি কলেজ এলাকায় মাটি বহনকারী একটি ট্রলি ও নছিমনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নছিমন চালক আকিমুদ্দিন নিহত হন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠায়।