সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরায় পিকআপের চাকায় পিষ্ট হয়ে এক কাঁচামাল ব্যবসায়ী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টার দিকে জেলার পাটকেলঘাটা থানার আসাননগর এলাকায় এই ঘটনা ঘটে। নিহতের নাম সন্দ্বীপ রায় (৩০)। তিনি আসাননগর গ্রামের অমল রায়ের ছেলে।
সাতক্ষীরা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) সায়েম জানান, সন্দ্বীপ কাঁচামাল নিয়ে সাইকেলে আসাননগর থেকে বিনেরপোতা বাজারে যাচ্ছিল। এ সময় পেছন থেকে একটি পিকআপ তাকে চাপা দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।