
সাতক্ষীরা প্রতিনিধি : ময়মনসিংহের ফুলবাড়িয়া ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আবুল কালাম আজাদকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে কলেজ শিক্ষকরা।
শনিবার বেলা সাড়ে ১১টায় সাতক্ষীরা শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে মিছিলটি বের করে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) সাতক্ষীরা জেলা শাখার নেতা-কর্মীরা।
মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শহীদ আব্দুর রাজ্জাক পার্কে ফিরে আসে। পরে সেখানে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সমাবেশ।
সমাবেশে বাকশিস সাতক্ষীরা জেলা শাখার সভাপতি অধ্যক্ষ আব্দুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মোবাশ্বেরুল হক জ্যোতি, যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান, সহকারী অধ্যাপক ইদ্রিস আলী, আব্দুস সালাম, আজিজুর রহমান প্রমুখ।
এ সময় কলেজ জাতীয়করণের জন্য আন্দোলনরত শিক্ষকদের ওপর পুলিশের গুলির ঘটনা অত্যন্ত ন্যক্কারজনক উল্লেখ করে বক্তারা বলেন, শিক্ষকরা জাতি গড়ার কারিগর। কিন্তু দাবি-দাওয়া আদায়ে তাদেরকে সবসময় রাজপথে নামতে হয়েছে। হামলা-গুলির ঘটনা ঘটেছে। স্বাধীন দেশে এমন ঘটনা অপ্রত্যাশিত।
বক্তারা অবিলম্বে আবুল কালাম আজাদ হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান।