সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরায় বিশেষ অভিযান চালিয়ে ৫০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত জেলার আট থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান জানান, সাতক্ষীরা সদর থানা এলাকা থেকে ১৭ জন, কলারোয়া থানা এলাকা থেকে ১৩ জন, তালা থানা এলাকা থেকে তিনজন, কালীগঞ্জ থানা এলাকা থেকে পাঁচজন, শ্যামনগর থানা এলাকা থেকে ছয়জন, আশাশুনি থানা এলাকা থেকে তিনজন, দেবহাটা থানা এলাকা থেকে দুইজন ও পাটকেলঘাটা থানা এলাকা থেকে পুলিশ একজনকে গ্রেপ্তার করা হয়েছে।