
সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা শহরের আধুনিক জুয়েলার্সে চুরি হয়েছে।
শুক্রবার দিবাগত গভীর রাতে শহরের তুফান কোম্পানির মোড়ে এ চুরির ঘটনা ঘটে।
চোরেরা অন্তত ২০ লাখ টাকার স্বর্ণালঙ্কার নিয়ে গেছে বলে দাবি করেছেন দোকান মালিক সুভাষ রায়। এ ঘটনায় গোপি কর্মকার নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ হোসেন মোল্লা জানান, আধুনিক জুয়েলার্সের পিছনের দেয়াল কেটে চোরেরা ভেতরে ঢুকে আলমারি ভেঙ্গে টাকাসহ স্বর্ণালঙ্কার নিয়ে গেছে। সকালে দোকানে এসে চুরির বিষয়টি জানতে পারেন দোকান মালিক সুভাষ রায়।
সুভাষ রায়ের ভাই সমরেশ আমিন জানান, কি পরিমাণ স্বর্ণালঙ্কার ও টাকা চুরি হয়েছে তা নিরূপণ করা যায়নি। তবে, ধারণা করা হচ্ছে অন্তত ২০ লাখ টাকার স্বর্ণালঙ্কারসহ টাকা চুরি হয়েছে।