সাতগাঁওয়ে ব্যাটারিচালিত অটোরিকশা উল্টে বশির এক ব্যক্তি নিহত

নেত্রকোনা প্রতিনিধি : জেলার খালিয়াজুরী উপজেলার মেন্দীপুর ইউনিয়নের সাতগাঁওয়ে ব্যাটারিচালিত অটোরিকশা উল্টে বশির আহমেদ (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

আজ শনিবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।তার বাড়ি ভোলার লালমোহন উপজেলার তিথিয়া গ্রামে। তিনি খালিয়াজুরী উপজেলার মেন্দীপুরে রাস্তা নির্মাণ কাজের সাব-ঠিকাদার ছিলেন।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, বশির আহমেদ রাস্তা নির্মাণ এলাকা থেকে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে অটোরিকশাযোগে মোহনগঞ্জ যাচ্ছিলেন। পথে সাতগাঁও নামের ওই স্থানে আটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে  উল্টে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে বশির আহমেদ মারাত্মক আহত হন। এলাকাবাসী তাকে উদ্ধার করে দ্রুত মোহনগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি-তদন্ত) এটিএম মাহমুদুল হক জানান, আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই নিহতের লাশ  স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।