
ক্রীড়া প্রতিবেদক: অস্ট্রেলিয়ার সঙ্গে দুই টেস্ট সিরিজ শুরুর সূচি আগামী মাসের ২৭ তারিখ। সেপ্টেম্বরে টেস্ট-ওয়ানডে-টি টোয়েন্টির পূর্ণাঙ্গ সফরে দক্ষিণ আফ্রিকা যাবে বাংলাদেশ।
দুই সিরিজের জন্য প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ দল। ফিটনেসে পুরোপুরি মনোযোগ ক্রিকেটারদের। গতকাল থেকে শুরু হওয়া ফিটনেস ট্রেনিংয়ের আজ ছিল দ্বিতীয়দিন। আজ জিম করেছেন ক্রিকেটাররা।
২৯ জনের দলের ৬ ক্রিকেটার দেশের বাইরে, বাকি একজন ইনজুরিতে। সেটা রুবেল হোসেন। চ্যাম্পিয়নস ট্রফির সফল মিশন শেষে দেশে ফেরার আগের দিন টিম হোটেলের দরজার সঙ্গে ধাক্কা লেগে মুখে চোট পান রুবেল। এজন্য চিকিৎসকের কাঁচির নিচেও যেতেও হয়েছে তাকে। নাক ও চোখের মাঝে ছোট্ট অস্ত্রোপচার করাতে হয় তাকে। গতকাল তার সেলাই কাটানো হয়েছে। এখনও পুরোপুরি সুস্থ নন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাকে আরও সাতদিন ট্রেনিংয়ের বাইরে থাকতে হবে।পুরোপুরি সুস্থ হয়ে তাকে মাঠে ফেরার পরামর্শ দিয়েছেন ট্রেনার মারিও ভিল্লাভারায়ানে।
ফিটনেস ট্রেনিং চলবে ২০ জুলাই পর্যন্ত। ক্যাম্পের দ্বিতীয়ভাগে ২৭ জুলাই পর্যন্ত হবে স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং ক্যাম্প। এরপর স্কিল নিয়ে কাজ করবেন হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে। সাতদিন পর রুবেল ফিরলেও তাকে নিয়ে আলাদা কাজ করবেন ভিল্লাভারায়ানে। ফিটনেস টেস্টে উত্তীর্ণ হওয়ার পরপরই মূল দলের সঙ্গে স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং ক্যাম্প এবং স্কিল ডেভেলপমেন্ট নিয়ে কাজ করবেন রুবেল। আপাতত বিশ্রামেই আছেন ডানহাতি এ পেসার।