মাগুরা প্রতিনিধি : নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি সেনাবাহিনীর সার্জেন্ট এনামুল কবির রোববার দুপুরে মাগুরায় গ্রেপ্তার হয়েছেন।
মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান, ঘটনার পর থেকে এনামুল পলাতক ছিলেন। রোববার দুপুর ১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে মাগুরা শহরের ভায়নার মোড় বাসস্ট্যান্ড থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
দুপুর ২টার দিকে তাকে মাগুরা জেলা জজ আদালতে নেওয়া হয়। আদালতের মাধ্যমে তাকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
তার বাড়ি মাগুরার শালিখা উপজেলার শতখালি ইউনিয়নের কাতলি গ্রামে। তিনি ওই গ্রামের ইমারত হোসেন মোল্যার ছেলে।